১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


ফজিলা ফয়েজ

অদ্ভুত নেশা

-

অদ্ভুত নেশা জলাতঙ্কের মতো ছড়িয়ে পড়েছে মস্তিষ্কের আগাগোড়ায়।
তবুও আতঙ্ক সরিয়ে দ্বিধাহীন ছুটে চলা নগরের শেষ প্রান্তরে।
ঘোর অমানিশায় বিমূর্ত অন্ধকারে।
নিপীড়িত জনতা পিষে মরে পায়ের তলায়।
চাকচিক্যে ঝলসে গেছে প্রহরীর দু চোখ।
তাই তো প্রশ্নবিদ্ধ করে না মুখোশধারী সমাজকে
অর্ধবয়সী নারীর অন্তঃসত্ত্বা, উষ্কখুষ্কো চুলে দাঁড়িয়ে থাকা কিশোরীর অপলক চেয়ে থাকা।
ঘোর অমানিশায় বিমূর্ত অন্ধকারে।
লজ্জাহীনভাবে বেচাকেনা হচ্ছে চড়া দামে বিবেকের ক্ষমতাশীল খরিদদার কাছে।


আরো সংবাদ



premium cement