০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বর্ষাদিনের গান

-


যখন দিবসে নামলো অন্ধকার
মেঘ ডাকে আর চমকায় বিদ্যুৎ
তুমুল বর্ষা ডোবাচ্ছে মাঠঘাট
গাছপালা ভিজে কাঁপতেছে ঠাণ্ডায়

যখন মাছেরা হয়ে গেছে উন্মাদ
ঘরছাড়া হয়ে ছুটতেছে বুনোজলে
কপোত-কপোতী গায়ে গায়ে কি নিবিড়
হৃদয়ের ওম করতেছে উপভোগ

তখন হঠাৎ জীবনের জানলায়
উঁকি দিয়ে যায় কোন্ হরিণীর চোখ
আমার পৃথিবী দুঃখতে যায় ভরে
আমি যেন তাতে ডুবে যাওয়া ধানবন

এত নিঃসঙ্গ-অসহায় কেন লাগে
যখন অঝোরে ঝরছে অমৃত বারি

 


আরো সংবাদ



premium cement