০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বন্ধন

-

কবে কোনো দূর-দূরে সুদূর সে নয়
স্বর্ণ-স্বপ্নিল সে যুগোত্তীর্ণ লয়
রীতিনীতি ধরা তলে বাস্তু জীবন
স্বপনের করতলে মিলনে অতল
ভাবে-ভবে জীবনের ছুঁয়েছে সীমা
তবুও প্রকৃতি-রীতি বন্ধনে মহিমা
কালো মেঘ ধাওয়া করে জীবনের পিছু
সয়ে-সয়ে যায় অধরা সে ক্ষণ
বন্ধুর হাতখানি জাদুর কাঠি
তাই লয়ে প্রকাশিত বধুর বরণ
বরণীয়-স্মরণীয় সময়ের হাত
ঝলকে-ঝলসে ওঠে সোনালি কাবিন।

 


আরো সংবাদ



premium cement