২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বসাহিত্যের টুকিটাকি

-

নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় নতুন বই
নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বইয়ের কমবাইন্ড প্রিন্ট অ্যান্ড ই-বুক তালিকায় এ সপ্তাহে উঠে এসেছে একটি নতুন বই। বইটির নাম ‘ওয়ান মিনিট আউট’, লিখেছেন মার্ক গ্রিনি। এটি গ্রে ম্যান সিরিজের নতুন বই। সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে সিরিজটি জনপ্রিয়তা পেয়েছে। নারী ও শিশু অপহরণ রোধের কাহিনী নিয়ে লেখা হয়েছে এই বই। তালিকায় দুই নম্বরে আছে জেনিন কামিনসের বই ‘আমেরিকান ডার্ট’। এটি তালিকায় আছে পাঁচ সপ্তাহ ধরে। এটিও একটি অপরাধ কাহিনী। ড্রাগ কার্টেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনী। তিন নম্বরে আছে ‘হোয়ার দ্য ক্রাওডেডস সিং’। লিখেছেন ডেলিয়া ওয়েন্স। অবাক করার মতো ঘটনা, বইটি তালিকায় আছে ৭৬ সপ্তাহ ধরে। এটি আমেরিকার নর্থ ক্যারোলিনার ষাটের দশকে ঘটে যাওয়া একটি কাহিনী নিয়ে লেখা। আর হার্ড কভার ফিকশনে বইটি আছে এক নম্বরে। এই তালিকার দুই নম্বরে আছে ‘আমেরিকান ডার্ট’। তিন নম্বরে আছে এলেক্স মাইকেলিডেসের ‘দি সাইলেন্ট প্যাশেন্ট’। এটি একজন চিত্রশিল্পীর কাহিনীÑ যিনি তার স্বামী কোনো এক ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পর বাকরুদ্ধ হয়ে পড়েন। আর কমবাইন্ড তালিকার শীর্ষে থাকা মার্ক গ্রিনির বই ‘ওয়ান মিনিট আউট’ আছে এই তালিকার চার নম্বরে। নিউইয়র্কের সুনির্দিষ্ট কয়েকটি বইয়ের দোকানের বিক্রির তথ্য অনুসারে বেস্ট সেলারের এই তালিকা প্রতি সপ্তাহে প্রকাশ করা হয়।
ইন্দোনেশীয় লেখিকা টিফানির সাফল্য

ইন্দোনেশীয় লেখিকা টিফানি সাও উপন্যাস লিখে নাম করেছেন। তার এই উপন্যাসের নাম ‘দি ম্যাজেস্টিস’। তিনি একজন অনুবাদক হিসেবেও খ্যাতিমান। তার ওই বইটি প্রথম প্রকাশিত হয় অস্ট্রেলিয়া থেকে। এটি একটি ফ্যান্টাসি সিরিজের বই। টিফানি ইন্দোনেশীয় ভাষা থেকে নরমান এরিকসন পাসারিবুর একটি কবিতা সঙ্কলন, ডি লেস্টারির বই ‘পেপার বোটস’ ও লক্ষী পামুন্তজাকের ‘দি বার্ডওমেনস প্যালেট’ ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। নরমানের বই অনুবাদ করে টিফানি ইংলিশ পিইএন ট্রান্সলেট অ্যাওয়ার্ড পেয়েছেন। চীনা-ইন্দোনেশীয় বংশোদ্ভূত টিফানি সাওয়ের জন্ম আমেরিকায়। তার তিন বছর বয়সের সময় তার বাবা-মা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফিরে আসেন। তিনি পরে যুক্তরাষ্ট্র থেকে বিএ ও পিএইচডি করেন। মাঝখানে তিনি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় যথাক্রমে ৮ ও ৬ বছর কাটান। বর্তমানে তিনি স্বামীর সাথে সিডনিতে বসবাসরত। হ

 


আরো সংবাদ



premium cement
বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী

সকল