২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মানবজনম মিছা রে

-

করোনাতে লড়ছে কত মরছে কত
শক্তিশালী মানুষ রে
একে-একে যাচ্ছে ঝরে কোথায় সরে,
যেন রঙিন ফানুস রে!
বাঁচতে তারা খাচ্ছে দাওয়া যাচ্ছে হাওয়া
ঠিক বেরিয়ে ফুসফুসের-
ছাড়ছে যত পদক-সুনাম কিংবা কুনাম
সত্যিকার ও ঘুষটুষের।
যারাই খোদার ভক্ত ছিল শক্ত ছিল
আমল এবং ঈমানে
সঠিকপথে যাচ্ছে হেসে ভালোবেসে
পরকালীন বিমানে।
কী লাভ হলো বাহাদুরির সিনাজুরির
পরকালীন যাত্রাতে?
সেইখানে ঘুষ চলবে নাতো বলবে নাতো
মনের সুখেও সাঁতরাতে।
ক্লান্ত সবাই মর্ত্যলোকে মৃত্যুশোকে
ঝাঁকে-ঝাঁকে পড়ছে শব
পরিচিত নামিদামি শুভকামী
শোক-ইতিহাস গড়ছে সব।
এই দুনিয়ার হিসেব চুকে যাচ্ছে ঢুকে
আল্লাহতা’লার বিচারে-
রসূলবিহীন জীবন যাদের সত্যি তাদের
মানবজনম মিছা রে!


আরো সংবাদ



premium cement