২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রশ্নোত্তর

-

মাসুদ : যারা জাহাজে চাকরি করেন তারা নামাজের ক্ষেত্রে কসর আদায় করবেন নাকি পুরো নামাজ আদায় করবেন?
শায়খ আহমাদুল্লাহ : জাহাজ যেহেতু চলমান থাকে তাই জাহাজে অবস্থানরতরা কসর নামাজ আদায় করবেন। তবে চলমান জাহাজ কোনো একটি শহরে গিয়ে সেখানে দীর্ঘদিন থাকার সিদ্ধান্ত নিয়ে থাকলে তখন তাদের পুরো নামাজ আদায় করতে হবে। আর যদি কোনো একটা বন্দরে গিয়ে কিছু সময়ের জন্য বা দুই-পাঁচ দিনের জন্য অবস্থান করছে, লোড-আনলোড করে আবার সফর শুরু করবে তাহলে কসর আদায় করলেই হবে। কারণ তারা সফরেই রয়েছে।


আরো সংবাদ



premium cement