২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্র শ্নো ত্ত র

-

প্রশ্ন : তার প্রতি আমার হিংসা নেই। কিন্তু অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আর্থিক ক্ষতি করলে তার সাথে কী আচরণ করব?
শায়খ আহমাদুল্লাহ : কেউ যদি আপনার প্রতি অন্যায়ভাবে জুলুম করে, আর্থিক ক্ষতি করে, কষ্ট দেয় তবে অবশ্যই আপনার মনে তার প্রতি কষ্ট থাকবেই। এটাই স্বাভাবিক, এটাতে কোনো গুনাহ নেই। এটা প্রাকৃতিক বিষয়, মানুষের নিয়ন্ত্রণের বাইরে। রাগ হয়েছে, আপনি কথা বলবেন না। কিন্তু সেটা তিন দিনের বেশি নয়। তবে কারো প্রতি রাগ হলে তার ক্ষতির আশা করা যাবে না। আল্লাহর কাছে বিচার চাইতে হবে। তবে সম্ভব হলে তাকে মাফ করে দিন। কুরআনে এসেছে, ‘আর যদি মাফ করে দাও তা তোমাদের জন্য ভালো।’ এ ছাড়া আপনার যতটুকু ক্ষতি করেছে ঠিক সেই পরিমাণ ক্ষতি করতে পারবেন, এর বেশি হলে আপনি গুনাহগার হবেন। তবে ক্ষতিতে খুশি হওয়া জায়েজ নেই।


আরো সংবাদ



premium cement