০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ও পাখিভাই ও ব্যাঙেরা

-

বাতাস কী রূপ যায় না দেখা, নড়লে পাতাই, বুঝি রে
গাছের পাতায় নাচন মাতায়, বুঝলে কি তা খুঁজি রে?
বাতাস ছাড়া কেউ বাঁচে না, মানুষ-পশু-পাখিও;
দমটা গেলে প্রাণটা নেভে রয় না হাঁকাহাঁকিও।

ও পাখিভাই, মাছের পোনা এবং নদীর পানি গো
তোমরা খোদার সৃষ্টি সবাই, টানবে কত ঘানি গো!
মিষ্টি ফুলের সুবাস আহা সবুজ গাছের সারিতেÑ
তোমরা কেন কাটাও না হায়, নিত্য মারামারিতে?

আমরা দেখো সবুজ ঘাসে বহাই রক্তনদীওÑ
তোমরা ভালো আমরা কালো, সৃষ্টিসেরা যদিও।
ও মেঘেরা, উঁচু পাহাড়, সাদাসাদা কাশেরাÑ
ও ব্যাঙেরা, লজ্জাবতী, সবুজ সবুজ ঘাসেরা

তোমরা মরো জীবন গড়ো, আমরা কী ছাই করি রে
মরব জানি বিচার হবেও, ভয়ডর কই শরীরে!


আরো সংবাদ



premium cement