০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


প্রশ্নোত্তর

-

প্রশ্ন : আমার এক বন্ধুর মা মারা গেছেন। সে আমাকে একটা প্রশ্ন করেছিল, রমজানে কোনো সাধারণ মুমিন মারা গেলে এর কোনো বিশেষ তাৎপর্য আছে কি না? আমরা ছোটবেলায় শুনতাম রোজার মধ্যে মারা গেলে কবরের আজাব হয় না। এটা সহিহ কি না?

উত্তর : রমজান মাসে মারা গেলে কোনো বিশেষ ফজিলত আছে বলে হাদিস থেকে জানা যায় না। তবে রোজা অবস্থায় মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লøাহ সা: বলেছেন, যে ব্যক্তি আল্লøাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে অতঃপর রোজা অবস্থায় মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। (মুসনাদে আহমাদ, হাদিস নং-২৩৩২৪। মুহাদ্দিসরা হাদিসটিকে সহিহ বলেছেন)
ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট


আরো সংবাদ



premium cement