১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাভারে সাংবাদিককের চোখে-মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ

আহত সাংবাদিক ইকবাল হাসান ফরিদ - ফাইল ছবি

ঢাকার সাভারে সাংবাদিককের চোখে-মুখে মরিচের গুঁড়া সাথে বিষাক্ত কেমিক্যাল নিক্ষেপ করে হত্যা চেষ্টা করেছে দূবৃর্ত্তরা। সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই সাংবাদিক।

শনিবার সকালে আহত সাংবাদিক এ অভিযোগ করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সাভার ইউনিয়নের কলমা হাজী মহর আলী স্কুলে সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক ইকবাল হাসান ফরিদ (৪০) দৈনিক যুগান্তরের ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে দৈনিক যুগান্তরের পত্রিকার অফিস থেকে কাজ শেষ করে সাভারের বাড়ি ফিরছিলেন তিনি। নিজ বাড়ির সামনে এলে পেছন থেকে তাকে দুই ব্যক্তি ‘ফরিদ ভাই’ বলে ডাক দেয়। তখন তিনি পেছনে ফিরে তাকালে তার চোখ ও মুখ লক্ষ্য করে মরিচের গুঁড়ার সাথে বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্ত্রী রোজিনা আক্তার তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক ইকবাল হাসান ফরিদ জানান, তিনি সাভারের নিজ বাসা থেকে রাজধানী ঢাকায় নিয়মিত অফিস করেন। এদিন কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিজ বাড়ির ২০ থেকে ৫০ গজ দূরত্বে মুখোশ পরিহিত ব্যক্তিদের কাছে এমন ঘটনার শিকার হয়েছেন তিনি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুর রশিদ বলেন, ‘এ বিষয়ে এখনো আমার নলেজে আসেনি। অন্য অফিসাররা জানতে পারে।’


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল