২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মুন্সীগঞ্জের বালিগাঁও বাজারে আগুনে পুড়ে ছাই ২১ দোকান

প্রতীকী ছবি - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে এক অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। রোববার রাত ১১টার দিকে বাজারের পেঁয়াজপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিক বালিগাঁও বাজারের পেঁয়াজপট্টির একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা বাকি দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এরমধ্যেই্ পুড়ে যায় ২১টি দোকান।

দোকান মালিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে পড়েছেন তারা।

টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ উদ্দিন কবির জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।


আরো সংবাদ



premium cement
বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা

সকল