২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কালকিনিতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

- ছবি : সংগৃহীত

পারিবারিক কলহের জেরে মাদারীপুরের কালকিনিতে স্ত্রীর সাথে অভিমান করে লিটন হাওলাদার (৫০) নামে এক দিনমজুর স্বামী বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত লিটন উপজেলার রমজানপুর এলাকার চড়আইরকান্দি গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।

বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, লিটন হাওলাদারের সাথে তার স্ত্রী রাশিদা বেগমের বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

এর জেরে বুধবার সন্ধ্যায় আবার দুজনের মাঝে তর্কবিতর্ক হয়। একপর্যায় লিটন নিজ ঘরের মধ্যে বসে বিষপান করে। এতে করে সে গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত লিটনের স্ত্রী রাশিদা বেগম বলেন, কি জন্য আমার স্বামী আকত্মহত্যা করেছে তা আমি জানিনা।

স্থানীয় ইউপি সদস্য শাহআলম শিকদার বলেন, আমি স্থানীয় আজিজ সরদারসহ এলাকার বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, নিহত লিটন হাওলাদারের স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে লিটন হাওলাদার একেই এলাকার লিটন বেপারীর কাছে সমাধানের জন্য যান। কিন্তু লিটন উল্টো নিহত লিটন হাওলাদারকে জুতাপেটা করে। এ অপমান সইতে না পেরে লিটন বিষপানে আত্মহত্যা করেছে বলে আমরা জেনেছি।

অভিযুক্ত লিটন বেপারীর স্ত্রী শিল্পি বেগম জানান, আমার স্বামী লিটনকে কোনো জুতাপেটা করেনি। এ অভিযোগ মিথ্যা।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, লিটন হাওলাদার আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল