০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


গুলশানে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

- ছবি - সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি আবাসিক ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোঃ রাফি বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আমরা বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। সেখান থেকে দুটি ইউনিট ফিরে আসে। বাকি ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কারো হতাহত হওয়ার খবর আমাদের কাছে আসেনি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুলশান-২ পিংক সিটির পাশের ভবন থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। এরপরই ধোঁয়া দেখা যায়। সম্ভবত এসি বিস্ফোরণ হতে পারে।

দেখুন:

আরো সংবাদ



premium cement