২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ওয়ারী বিভাগের পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত

- ছবি : নয়া দিগন্ত

রাজধানীর যাত্রাবাড়ী নুর কমিনিউনিটি সেন্টারে ওয়ারী বিভাগের পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথী ছিলেন, ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন সহ-উপ-পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, রোমানা সুলতানা সহকারী পুলিশ কর্মকর্তাসহ ওয়ারী বিভাগের ছয়টি থানার সকল অফিসার ইনচার্জ (ওসি) ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তারা।

এ সময় প্রধান অতিথি শাহ্ ইখতেখার পুলিশের মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

প্রধান অতিথি বলেন, মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে আসে। তাই তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের কাজটুকু করলেই সাধারণ মানুষ খুশি হয়ে থানা থেকে বাড়িতে যাবে তখনই ওয়ারী বিভাগ পুলিশ হবে মানবিক পুলিশ। সরকারও এমন মানবিক পুলিশই আশা করে।

তিনি পুলিশকে বিভিন্ন প্রকার অপরাধ থেকে মুক্ত থাকার জন্য আদেশ করেন।


আরো সংবাদ



premium cement