০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


কঠোর লকডাউনে আশুলিয়ার মহাসড়কগুলো ফাঁকা, পাড়া-মহল্লায় জনসমাগম

মহাসড়কগুলো ফাঁকা, পাড়া-মহল্লায় জনসমাগম - ছবি : নয়া দিগন্ত

কঠোর লকডাউনের তৃতীয় দিনে ঢাকার আশুলিয়ার মহাসড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে পাড়া মহল্লায় ছিল জনসমাগম। অটোরিকশা, রিকশা ও ভ্যানগাড়ি ছিল চোখে পড়ার মতো। এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিকেল হলেই লোক সমাগম ছিল অত্যধিক।

করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও কঠোর লকডাউন না মেনেই মানুষ বিনা কারণেই বের হয়েছেন। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। কোনো কোনো স্থান থেকে অটোরিকশা ঘুরিয়ে দিয়েছেন।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও পাড়া মহল্লায় তাদের
টহল কিংবা পরিদর্শন চোখে পড়েনি।

এদিকে, আশুলিয়ার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে মানুষকে কেনাকাটা
করতে দেখা গেছে। বাজার কমিটিকেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার কঠোর লকডাউনের তৃতীয় দিন সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন মহাসড়ক ও বিভিন্ন এলাকা ঘুরে
এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাজহারুল ইসলাম জানান, ‘লকডাউন না মেনে
যেসব স্থানে লোকজন চলাচল করছে এরই মধ্যে আমরা সেসকল স্থানে অভিযান চালিয়েছি। এছাড়া যেসব
স্থানে অভিযান করা হয়নি বা নতুন নতুন জায়গার খবর আসছে সেসব এলাকায় অভিযান চালানো হবে।’


আরো সংবাদ



premium cement