২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রামেকে করোনায় মৃত্যু কমেছে

রামেকে করোনায় মৃত্যু কমেছে - ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে। গত কয়েক দিন একজন করে রোগীর মৃত্যু কমেছে। রোববার করোনায় মৃত্যু ছিল ১৩ জন। সোমবার মৃত্যু হয়েছে ১২ জনের।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যুর খবরটি সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। করোনা পজিটিভ ১০ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের দুজন এবং মেহেরপুরের একজন রয়েছেন।

রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের একজন, নওগাঁর দুজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার একজন। সুস্থ হয়ে ছুটি নিয়েছেন ২৬ জন।

এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩০৭ জন। এদের মধ্যে রাজশাহীর ১৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯২ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১০জন, কুষ্টিয়ার ১ জন ।

রোববার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১৫৪ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ৪১ দশমিক ১৮ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনায় ২৬ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৬৫ টি নমুনায় ৬৩ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩৮ দশমিক ১৮ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের দুটি নমুনা পরীক্ষায় দুজনেরই নেগেটিভ রিপোর্ট আসে।

এদিকে সিভিল সার্জনের পাঠানো প্রতিবেদনে জানা যায়, পিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১ হাজার ৫৪৯ নমুনা পরীক্ষায় জেলায় ৩০৮ জনের করোনা শনাক্ত হয়। এতে গড় শনাক্ত হার ১৯ দশমিক ৮৮ শতাংশ । এতে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ হাজার ১৭৫টি নমুনায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়। পিসিআর ল্যাবে ৩৭৪ নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১৫৪ জনের করোনা।


আরো সংবাদ



premium cement