০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার

-

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জেলায় ৩৯ জন গ্রেফতার হয়েছে। জেলার প্রতিটি থানা এলাকায় স্পেশাল ব্লক রেইড অভিযান পরিচালিত হয়।

গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত চলে এ ব্লক রেইড অভিযান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলামের নেতৃত্বে ব্লকরেইডে চরসৈয়দপুর এলাকার ত্রাস ডাকাত দৌলত মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি চাঁদাবাজি মামলা ও দুটি মাদক মামলা রয়েছে।

ওসি কামরুল ইসলাম জানান, সে মূলত এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার দুই ছেলে এসএম সম্রাট ও ফয়সাল আহমেদ তার নির্দেশে সকল অপকর্ম পরিচালনা করে। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

এছাড়াও রূপগঞ্জ ও বন্দর থানা এলাকায় থেকে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাসহ মাদক ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়।

অপরদিকে অন্যান্য থানাগুলোতে ১৬ জনকে গ্রেফতার করা হয়। মাদক, জুয়া এবং অন্যান্য মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। সর্বমোট নারায়ণগঞ্জ জেলায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়। মোট মামলা ৩০টি এবং ৩১৫ পিস ইয়াবা, ২ গ্রাম হিরোইন ও ৮০০ গ্রাম গাজা এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার উগ্রবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জদেরকে স্পেশাল ব্লক রেইড অভিযান জোরালো করার নির্দেশ দিয়েছেন। উগ্রবাদবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার প্রতিটি থানা এলাকায় স্পেশাল ব্লক রেইড অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


আরো সংবাদ



premium cement
তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার : যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ রাফাহ আক্রমণের ক্ষয়ক্ষতি হবে ‘গ্রহণযোগ্যতার বাইরে’ : এন্টনি ব্লিঙ্কেন ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় ১৫ জনের প্রাণহানি ব্রাজিলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা : জাতিসঙ্ঘ দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে

সকল