১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বাসের ধাক্কায় প্রাণ গেল মটরসাইকেল আরোহী ৩ কিশোরের

বাসের ধাক্কায় প্রাণ গেল মটরসাইকেল আরোহী ৩ কিশোরের - ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ মধ্যপাড়া এলাকায় বাসের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহা সড়কের মধ্যপাড়া বেইলি ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন কিশোরই মটরসাইকেলের যাত্রী ছিল। তারা হলো উপজেলা সদরের মারিয়া ইউনিয়নের ঝাটাশিরা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জাহিদুল হাসান শুভ (১৬), পাঠানপাড়া গ্রামের আবু বাক্কারের ছেলে মিলন (১৬), ও পেড়াভাঙা গ্রামের হেলালউদ্দিনের ছেলে সৈকত (১৬)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই তিন কিশোর বাড়ি থেকে বের হয়ে বিজয় দিবসে মটরসাইকেলে করে মহা সড়কে ঘুরতে বেরিয়েছিল। মটরসাইকেলটি মধ্যপাড়া বেইলি ব্রিজ মোড়ে পৌঁছালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিকের (ড-১১৪৩৮৭) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিলন ও সৈকত নিহত হয়। শুভকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পরেই সে মারা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে মহাসড়কে দায়িত্বে থাকা কটিয়াদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আক্তারুজ্জামান নয়াদিগন্তকে বলেন, ঘটনার পর বাসটিকে আটক করা যায়নি। তিনি আরো বলেন, নিহতদের স্বজনেরা লাশের ময়নাতদন্ত করাতে রাজি হননি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবুর রহমান হলুদ নয়াদিগন্তকে বলেন, নিহত শুভ ও সৈকত ঝাটাশিরা জিএ দাখিল মাদরাসার দাখিল শ্রেণির পরীক্ষার্থী ছিল। মিলন নতুন জেলখানা মোড়ের একটি মটরসাইকেল গ্যারেজে কাজ করতো।

শুভর বাবা এক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। সৈকতের বাবা বিশ্বরোড বাজারের দর্জি দোকানি আর মিলনের বাবা রাজমিস্ত্রির কাজ করেন বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বিমান দুর্ঘটনার শিকার ইতিবাচক অবস্থায় নেই অর্থনীতির সূচক কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় মৃত্যুদণ্ড ৭, কারাদণ্ড ৭ সাময়িক বিনোদন চূড়ান্ত সফলতার পথে অন্তরায় : শিবির সভাপতি ঝিনাইদহের এমপি আজিমের ভারতে নিখোঁজের ব্যাপারে যা জানা গেছে রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর জিম সেশনে ঘাম ঝরালো বাংলাদেশ দল আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা সরকারের ইচ্ছের অভাবে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি

সকল