০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিকাশের মাধ্যমে প্রতারণা, গ্রেফতার ৫

প্রতারণা
বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের ৫ সদস্য র‌্যাবের হাতে আটক - ছবি: নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে । এসময় বিপুল পরিমান মোবাইল ফোন, সিম কার্ড ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় ২০ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হল ভাঙ্গার মিয়া পাড়ার কুদ্দুস মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৩০), সাহেব আলী মোল্লার ছেলে সোহেল মোল্লা (২২), কনিকান্দা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭), ইবাদত মোল্যার ছেলে জুয়েল মোল্লা (২১), দিনাজপুরের বিরামপুর থানার পলিখাঁরপুর গ্রামের তাজের উদ্দিন মন্ডলের ছেলে আতিউর রহমান (২৫)।

র‌্যাব জানায়, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ রোববার রাত ২টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার শিমুল বাজার ও মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা উত্তরবঙ্গের বিশেষ করে দিনাজপুর ও লালমনিরহাট জেলার কতিপয় অসাধু বিকাশ এজেন্টের মাধ্যমে ভুয়া বিকাশ একাউন্ট খুলে প্রতারণা করে আসছিলো।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মানিকগঞ্জ জেলার সদর থানার জনৈক মোঃ হাবিবুর রহমান এর বিকাশ এজেন্টের সর্বমোট ৪ লাখ ৬১ হাজার ৯৫৬ টাকা এবং শরিয়তপুর জেলায় কর্মরত জনৈক পুলিশ সদস্যের নিকট হতে প্রতারণার মাধ্যমে ৭ হাজার ১১৫ টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় মানিকগঞ্জ ও শরীয়তপুরে পৃথক জিডির পর র‌্যাব-৮ এর সহযোগীতা কামনা করেন তারা।
এদের অভিযোগের প্রেক্ষিতে শিমুল বাজারের বিকাশ এজেন্ট বিল্লাল টেলিকম এর সত্বাধিকারী বিল্লাল মাতুব্বরকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের অন্যান্যদের আটক করা হয়।

আটককৃতদের ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্থান্তর করা হয়। এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল