২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিহত ব্যবসায়ী নজরুল -

ঈদে শ্বশুর বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজের একদিন পর সোমবার গাজীপুরে শ্রীপুরের এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নজরুল ইসলাম (৪০)। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী (দেওচালা) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। নজরুল বিভিন্ন এলাকা থেকে গাছ (কাঠ) কিনে সেগুলো স্থানীয় এমসি বাজারে বিক্রি করতেন।

নিহতের ভাতিজা জসীম উদ্দিন জানান, ঈদ উপলক্ষে শনিবার  পরিবারের সদস্যদের নিয়ে পাশের লোহাই (ডোমবাড়িচালা) গ্রামে শ্বশুর বাড়ীতে বেড়াতে যান নজরুল। সেখানে তার চাচাতো শ্যালক আলীম উদ্দিনের ছেলে মোক্তার হোসেনের কাছে পাওনা ৮০ হাজার টাকা ফেরত চান নজরুল। টাকা পরিশোধ না করায় মোক্তারের সঙ্গে নজরুলের বাকবিতন্ডা হয়। বেড়ানো শেষে রাতে স্ত্রী সন্তানদের শ্বশুর বাড়িতে রেখে নজরুল তার শ্যালক মোক্তার হোসেনের সঙ্গে মোটর সাইকেলে চড়ে বাড়ির উদ্দেশ্যে রাতে রওনা হন। কিন্তু নজরুল রাতে বাড়ি ফিরেননি।

এদিকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। স্বজনদের জিজ্ঞাসাবাদে মোক্তার জানায় রাতে নজরুলকে স্থানীয় এমসি বাজার এলাকায় পৌঁছে দিয়ে সে বাড়ি ফিরে যায়। নিখোঁজের একদিন পর সোমবার স্থানীয় মাজম আলী মোড়ে এমসি বাজার-শিশু পল্লী সড়কের পাশে বস্তাবন্দি নজরুলের লাশ দেখতে পায় এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর মডেল থানার এসআই মোহসীন হোসাইন জানান, ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ী নজরুলকে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে লাশ চটের বস্তায় ভরে রাতের অন্ধকারে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।

 


আরো সংবাদ



premium cement
রিমার্ক-হারল্যানের নতুন পরিচালক ইউনিলিভারের সামি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে চুয়াডাঙ্গায় বিএন‌পি নেতার লাশ মিল‌ল পাটক্ষেতে কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় ছুরিকাঘাতে যুবক নিহত ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক : ওবায়দুল কাদের চকরিয়া উপজেলায় চেয়ারম্যান হলেন ফজলুল করিম এ বছর রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছেন ২০ শিল্প প্রতিষ্ঠান জামায়াত নেতা এ টি এম আজহারসহ ১১ জনের কারাদণ্ড শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার যুব ও ক্রীড়ামন্ত্রীর সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যানের বৈঠক

সকল