২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
এ দৃশ্য দেখে বৃদ্ধ জেলে আর স্থির থাকতে পারলেন না। তিনি ছুটে গিয়ে খান সাহেবের পায়ে পড়ে গেলেন। ক্ষমা করুন খান সাব। আমার ছেলেটি ভুল করেছে। তাকে ক্ষমা করে দিন।
বৃদ্ধের এমন আকুতি দেখে খান সাহেব আরো ক্ষেপে গেলেন। তিনি ঘোড়ার চাবুক দিয়ে কষে কয়েক ঘা বসিয়ে দিলেন বৃদ্ধের পিঠে। বললেন, ওরে হতভাগা জেলে। আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছিস। পৃথিবীতে কেউ কখনো সোনামাছের নাম শুনেছে? আমার সাথে মশকরা? এবার দেখ, কী ভাগ্য বরণ করতে হয় তোর ছেলেকে।
এদিকে খান সাহেবের নওকর ও কোতাল জেলের ছেলেকে নৌকার সাথে আচ্ছে মতো বেঁধে ফেলল। তারপর নৌকাকে সজোরে ধাক্কা মেরে ভাসিয়ে দিলো সাগরে। সবার চোখের সামনে নৌকাটি ভেসে ভেসে চলে গেল গহিন সাগরের দিকে। (চলবে)


আরো সংবাদ



premium cement