০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ভু টা নে র লো ক কা হি নী

মিমি হেলে হেলে

-

(গত দিনের পর)

মিমি উত্তর দেন, আমার সাথে কথা বলতে ভয় পেয়ো, হে ভিন গাঁয়ের মানুষ। আমার ললাট আজ সৌভাগ্যের আভায় জ্বলে উঠছে। সাবধান এক অমূল্য সম্পদের মালিক এখন আমি। পাহাড়ের গায়ে মাটি খুঁড়ছিলাম, বুঝলে হে? আর তখনই পেলাম মাটির গর্তে লুকিয়ে থাকা এক অমূল্য রত্ন। এই ইয়া বড় এক ফিরোজা!
বৃদ্ধের কথার মাথামুণ্ডু কিছু বুঝে ওঠার আগেই বৃদ্ধ মিমি আবার বললেন, তুমি কি এই অমূল্য রত্নটি নিয়ে তোমার তাজি ঘোড়াটি আমাকে দেবে? একটি বাণিজ্য হয়ে যাক আমাদের মধ্যে, কি বলো? কথাটি বলেই মিমি তার পিঠ থেকে চাঙ্গারিটি নামিয়ে ঘোড়সওয়ারকে দেখালেন। এই দেখো হে ভিন গাঁয়ের মানুষ। কী এক অমূল্য রত্ন এটি। মহামূল্যবান ফিরোজা। চলো আমরা অদল-বদল করি?
ঘোড়সওয়ার রত্নটিকে দেখে অবাক বিস্ময়ে যেন থ’ বনে গেলেন। কিছু একটা বলার আগেই মিমি হেলে হেলে আবার বললেন, তুমি কি আমার কথা বুঝতে পারছ না? আমি তোমাকেই বলছি। এই অমূল্য রত্নটা নিয়ে তোমার ওই অকর্মা তাজি ঘোড়ার লাগামটা কি আমার হাতে তুলে দেবে? (চলবে)


আরো সংবাদ



premium cement