২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

আকাশের ওপারে আকাশ

-

বিয়াল্লিশ.
শরীর না থাকার অনেক সুবিধা। খাওয়া পরার ঝামেলা নেই। আর খাওয়া পরার ঝামেলা নেই মানে আর কোনো ঝামেলাই নেই। দুনিয়ায় খাওয়া পরার ঝামেলাই সবচেয়ে বড় সমস্যা। না হলে কী সে আর তার মামীর মার খেয়ে ওখানে মাটি কামড়ে পড়ে থাকত।
মা ছায়া তার কাছে এসে বলে, ‘আমাদের যেমন নেয়ার ক্ষমতা নেই। তেমনি নেই কিছু শরীরি ত্রিমাত্রিক জিনিস দেয়ার ক্ষমতা। তার পরেও সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ছায়া রাজ্য ঘুরে আসার জন্য আমরা তোমার চোখের ক্ষমতা কিছুটা হলেও বাড়িয়ে দিচ্ছি। এখন তুমি অন্ধকারেও স্পষ্ট দেখতে পাবে। তোমার চোখের দৃষ্টিসীমা বেড়ে যাবে অনেক। সবচেয়ে বড় কথা, তুমি ছায়ারাজ্যে যেতে মনস্থির করলে তোমার চোখই তোমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। ঠিক আছে যাই বাছা, অনেক নতুন ছায়ারা এসে বসে আছে তাদের সাথে দেখা করার কৌতূহল হচ্ছে খুব। তোমাকে দেখার কৌতূহল ছিল সেটা সবাইকে জানিয়ে দিয়েছি। সবাই তোমার কথা জানতে পেরে খুশি। ছায়া হওয়ার পর থেকে আমাদের জানার আগ্রহ অনেক বেড়ে গেছে। শরীর থাকতে শুধু সুখ খুঁজতাম। এখন শরীর নেই সুখ খোঁজার ঝামেলাও নেই। এখন শুধু জানতে ইচ্ছে করে।
কিশোরী ছায়া ধরা গলায় বলল, ‘তুমি এসো একদিন আমাদের ছায়ারাজ্যে। অনেক ছায়ার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। দেখবে কেমন মজা হয়। তোমার নিজের ছায়াটাও পেয়ে যেতে পার। তখন আরো বেশি মজা হবে।’ বলে ওরা আর দেরি না করে চোখের পলকেই অদৃশ্য হয়ে যায়।
রিয়াজ ছায়াদের মিলিয়ে যাওয়া পথের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ে। এখানে হচ্ছেটা কী! একবার যাযাবর ডাইনি। একবার ছায়ারা। বেশ মজার ব্যাপার তো!
(চলবে)


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল