২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
জা না-অজানা

ইট-২

-

ছোট্ট বন্ধুরা,
ইট তৈরির ইতিহাস কয়েক হাজার বছরের। প্রাচীন মিসর, মেসোপটেমিয়া, সিন্ধু প্রভৃতি সভ্যতার মানুষ ইট তৈরি করতে জানত। মানুষ যত ইট ব্যবহার করতে পেরেছে, তত বেশি সভ্য হতে পেরেছে।
ইট কিভাবে তৈরি করা হয়? প্রথমে মাটি গুলে বিশেষ ধরনের কাদা তৈরি করা হয়। এ কাদা ছাঁচ বা ফর্মায় ফেলে কাঁচা ইটের আকার দেয়া হয়। কাঁচা ইট রোদে শুকানো হয়। এরপর এগুলো স্তূপ করে কাঠ, কয়লা বা গ্যাসে পোড়ানো হয়। ইট পোড়ানোর জায়গাকে বলে ইটভাটা। মনে রেখো, যান্ত্রিক পদ্ধতিতেও ইট তৈরি করা হয়। এবার ছবি দেখো এবং মজা করো।


আরো সংবাদ



premium cement