১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


তা ন জা নি য়া র রূ প ক থা

জাদুকর ও সুলতানের পুত্র

-

(গত দিনের পর)

চেনা হয়ে যায় আশপাশের এলাকাগুলো। এভাবে এক এক করে ছয় মাস চলে গেল। খেজানা ভাবে, সুখের দিনগুলো আহা কত দ্রুতই না চলে যায়।
আগামীকাল জাদুকর ম্যাকাউই’র ফিরে আসার দিন। এবার খেজানা ও নারীকণ্ঠি ঘোড়া দু’জনই চিন্তায় পড়ে যায়। কী করা এখন? কিভাবে এই কুৎসিত জাদুকরের হাত থেকে রক্ষা পাবে তারা। ওই দিন সন্ধায় তারা দু’জন বসে বসে এসব নিয়ে শলাপরামর্শ করতে থাকে। অবশেষে একটি সিদ্ধান্তে উপনীত হয় তারা।
আগামীকাল ম্যাকাউই তার যাদুর কুঠুরিতে ফিরে আসবে। ঘোড়ারূপী ফারাসি এবার খেজানাকে বলে, তরল সোনার কুঠুরিটি খুলে দাও আমায় খেজানা। আমি সাধ্যমতো চুমুক দিয়ে সবটুকু সোনা গিলে ফেলব। তারপর চলে যাবো কিলিমাঞ্জারোর পশ্চিমে দূরের সেই বটবৃক্ষের তলায়। সেখানে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব আমি। তুমি এলে তোমাকে পিঠে নিয়ে ছুটে চলে যাবো অন্য কোনো দেশে। যেখানে এই জাদুকরের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। জাদুকর এলে তুমি যে কোনো উছিলায় পালিয়ে চলে আসবে বটবৃক্ষের তলায়। (চলবে)


আরো সংবাদ



premium cement

সকল