২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


উ জ বে কি স্তা নে র রূ প ক থা

মৎস্য কুমার

-

(গত দিনের পর)
খানকন্যা বলে, এই প্রাসাদে কি তোমার কোনো কষ্ট হচ্ছে? অথবা এমন কিছু কি তোমার অপ্রাপ্তি আছে, যার জন্য তোমার মন সারাক্ষণ বিমর্ষ হয়ে থাকে? তুমি কি আমাকে পেয়ে সুখী হতে পারোনি?
জেলেপুত্র বলে, কোনো কিছুরই তো অভাব নেই এই প্রাসাদে। কিন্তু আমার মন অন্য কারণে ভারাক্রান্ত।
খানকন্যা বলে, কী সেই কারণ? আমাকে বলো। নিশ্চয়ই তোমার মন ভালো করে দেবার সামর্থ্য আমার আছে। তোমাকে সুখী করাই যে আমার দায়িত্ব।
জেলেপুত্র বলে, রাজপ্রাসাদের এই অলস জীবন আমার ভালো লাগে না। অলস জীবনযাপনে আমি তো অভ্যস্ত নই। সাগরে মাছ ধরা, সাগর জলের উত্তাল তরঙ্গে জাল ফেলা, নৌকা বাওয়া- এসব কাজ করেই আমি বড় হয়েছি। যখন হাতে কোনো কাজ থাকে না, তখন মন আমার অস্থির হয়ে ওঠে।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement