১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


নি ত্যো প ন্যা স

স্কুল ছুটির পর

-

সাতাশ.

টিপু তখন দৌড়ে এ পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিল। হঠাৎ করে পঙ্গু ছেলেটার উপর পাগলের আক্রমণোদ্যত ভাব দেখে আর থাকতে পারল না। নিজেই পাগলের ভয়ে দৌড়াচ্ছিল আর এখন আরেকজনকে বাঁচাতে নিজের জান বাজি রেখে এক ছুটে এগিয়ে গেল। মানব জন্মের সার্থকতা বুঝি এখানেই!
টিপু প্রায় ঝাঁপিয়ে পড়ে নশুর মাথার উপর এগিয়ে আসা পাগলের লাঠি এক ঝটকায় কেড়ে নিল। তারপর নিজেই লাঠি হাতে তেড়ে গেল পাগলের দিকে। লাঠি হাতছাড়া হওয়ায় পাগলও পাগলামীতে ক্ষান্ত দিয়ে অন্য দিকে চলে গেল।
নশু অবাক চোখে চেয়ে দেখে স্কুল ব্যাগ কাঁধে তারই বয়সী একটি ছেলে পাগলের হাত থেকে তাকে রক্ষা করেছে। নশু কোনোমতে হাঁপাতে হাঁপাতে বলল, ‘তুমি না থাকলে পাগলটা আমাকে এক বাড়িতে শেষ করে দিত।’
টিপু তখন পাগলের লাঠিটা শক্ত করে ধরে রেখেছে। সে বলল, ‘পাগলটা হঠাৎ ক্ষেপল কেন আল্লাহ জানে।’
‘পাগলের আবার মাথার ঠিক নাই।’ নশু বলল। ‘কখন কি করে বসে পাগল নিজেই বুঝতে পারে না।’
টিপু দেখল পঙ্গু ছেলেটার বেয়ারিংয়ের গাড়ির পেছনে ধাক্কা দেয়ার জায়গা আছে। সে গাড়িতে ধাক্কা দিয়ে বলল, ‘মাঠের মাঝখানে বসে না থেকে স্কুলের দিকে চল।’
নশু বলল, ‘ঠিক আছে।’ তারপর টিপু গাড়িটা একটু ঠেলতেই বলল, ‘তুমি খুব ভালো। তুমি কোথায় থাক?’ (চলবে)

 


আরো সংবাদ



premium cement