০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা

ডেক

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই ডেক চেনো, তাই না? এটি কী? ধাতুর তৈরী বড় রন্ধনপাত্র। এর অপর নাম ডেগ। ছোট আকারের ডেককে বলে ডেকচি। ডেক কোথায় ব্যবহার করা হয়। সাধারণত বিয়ের অনুষ্ঠান, বনভোজন বা অন্য কোনো ভোজের অনুষ্ঠানে রান্নার পাত্র হিসেবে এটি ব্যবহার করা হয়। ডেকে কী রান্না করা যায়? গোশত, পোলাও, খিচুড়ি ইত্যাদি রান্না করা যায়। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে ডেকের ছবি আঁকতে পারো।


আরো সংবাদ



premium cement