০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


অ স্ট্রি য়া র রূ প ক থা সিংহ, সারস ও পিঁপড়ার দামি উপহার

-

(গত দিনের পর)

চমৎকার। আমি তোমাকে সামান্য একটা উপহার দিতে চাই। আশা করি, কখনো কোনো দুঃসময়ে সেটা তোমার কাজে লাগবে। বিপদ থেকে উদ্ধার পাওয়া সহজ হবে তাতে। এই ছোট্ট উপহারটি তোমার পাওনা। আমার কৃতজ্ঞতার ঋণ শোধও বলতে পারো।
হ্যান্স জিজ্ঞাসু চোখে তাকায়। সে নিজেও অবাক এ কথা শুনে।
সিংহ তাকে বলে, যখন কোনো মারাত্মক ধরনের বিপদে পড়বে, আমার কথা মনে করবে তখন। মনে মনে তুমি বলবে,
আমার বন্ধু সিংহের কথা স্মরণ করছি। হে প্রভু, আমার গায়ে সিংহের মতো জোর-বল দাও। তারপর দেখবে শক্তিশালী কোনো সিংহের চেয়ে সাত গুণ বেশি শক্তি পাবে তুমি। তা দিয়ে অসাধ্য সাধন করা সম্ভব হবে। কল্যাণ হোক তোমার। বিদায় বন্ধু, টা টা।
সারস পাখি মুখ খোলে এবার। পাখা ঝাপটে সে বলে,
আমার তরফ থেকেও তোমার জন্য বিনীত ছোট্ট একটি উপহার আছে, প্রিয় বন্ধু।
(চলবে)

 


আরো সংবাদ



premium cement