২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ওয়াহিদার শারীরিক অবস্থার আরো উন্নতি, আইসিইউ থেকে এইচডিইউতে

ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। - ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হয়েছে। সোমবার বিকেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।

ওয়াহিদার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান নিউরোট্রমার বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার জাহেদ হোসেন মঙ্গলবার জানান, ‘তার অবস্থা স্থিতিশীল, তিনি ভালোই আছেন। নতুন করে খারাপ কিছু হয়নি। তবে শরীরের ডানপাশের এখনো কোনো উন্নতি হয়নি। এজন্য ফিজিওথেরাপি দেয়া হচ্ছে।’

গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।

গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকালে হেলিকপ্টারে তাকে ঢাকার এনে নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

হাতুড়ির আঘাতে বড় ধরনের জখম হওয়ায় বৃহস্পতিবার রাতে ওয়াহিদার মাথায় প্রায় দুই ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। পরে শনিবার তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এদিকে, ওয়াহিদা খানম এখন সবাইকে চিনতে পারছেন এবং কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার স্বামী মেসবাহুল হোসেন। তিনি জানান, ‘তার অবস্থা এখন স্থিতিশীল, তবে এখনো শঙ্কামুক্ত নয়। প্রাথমিকভাবে সে বেঁচে গেছে। চিকিৎসকরা বলেছেন, যেহেতু নিউরোর অপারেশন, এজন্য পাঁচ-সাত দিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তবে তার কনশাস লেভেল খুবই ভালো। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’


আরো সংবাদ



premium cement