৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার ২ ব্রিটিশ নাগরিক রিমান্ডে

-

উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃত বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াছিন মোহাম্মদ আ: সামাদ তালুকদার এবং লেকহেড গ্রামার স্কুলের প্রাক্তন শিক্ষক তেহজীব করিমকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার মামলার তদন্তকারী কর্মর্কতা ডিবি পুলিশের পরিদর্শক মো: রবিউল ইসলাম তাদেরকে ঢাকার সি.এম.এম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি ইয়াছিন মোহাম্মদ আ: সামাদ তালুকদারের বিরুদ্ধে রিমান্ড প্রতিবেদনে বলা হয়, তিনি আনসারুল্লাহ বাংলা টিমের আমির মুফতি জসীম উদ্দিন রাহমানীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি জসীম উদ্দিন রাহমানীর হাতেমবাগ মসজিদে নিয়মিত যাতায়াত করতেন। জসীম উদ্দিন রাহমানী তাকে বিভিন্ন জেহাদি লেকচারের ভিডিও এডিটিং করে বিভিন্ন অনলাইন গ্রুপে পোস্ট করার নির্দেশ দিতেন। উগ্রবাদে উদ্ধুদ্ধকরণের মূল পরিকল্পনাকারী এ মামলায় গ্রেফতার রিজওয়ান হারুনের সাথে তার ঘনিষ্ট যোগাযোগ ছিল।

তেহজীব করিমের বিরুদ্ধে রিমান্ড আবেদনে বলা হয়, তিনি জামাতুল মুসলিমিনের (জেএম) সক্রিয় সদস্য। তিনি লেকহেড গ্রামার স্কুলের প্রাক্তন শিক্ষক। ২০১০ সালে তিনি ইয়েমেনের উগ্রবাদী নেতা আনওয়ার আল আওলাকির সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি ১০ মাস কারাভোগ করেন। তেহজীব করিমের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার বড় ভাই আল কায়েদা মতাদর্শী রাজিব করিম ব্রিটিশ এয়ারওয়েজে হামলার পরিকল্পনা করেছিলেন। এ অভিযোগে ৩০ বছর কারাদ-প্রাপ্ত হয়ে লন্ডনের জেলে আছেন।

রিমান্ড প্রতিবেদনে আরো বলা হয়, আসামিদ্বয়ের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের সর্বপ্রথম আল কায়েদার মতাদর্শী উগ্রবাদী সংগঠন জামাতুল মুসলিমিন প্রতিষ্ঠিত হয়। এ দুই আসামিসহ অন্য সদস্যরা ঢাকা শহরে বিভিন্ন বাসা, মসজিদ এবং হারুন ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব অফিস (নর্থ সাউথ ইউনিভাসিটি সংলগ্ন) দাওয়া হালাকা কার্যক্রমের জন্য ব্যবহার করা হতো। ওই হালাকায় বয়ান করা হতো যে, প্রচলিত ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে না। যারা জামাতুল মুসলিমিনের বায়াত গ্রহণ করবে না তারা সবাই কাফির। সংগঠনের সকল সদস্য হিজরত করবে। বাংলাদেশের প্রচলিত ঈদের নামাজের পরিবর্তে ইউনিফাইড মুন সাইটিং কমিটির নির্দেশনায় ঈদের আগে সপরিবারে নামাজ আদায় করবে।

সংগঠনের অপর আসামিদের, আনসারুল্লাহ বাংলা টিমের এবং অন্যান্য উগ্রবাদী সংগঠনের সদস্যদের শনাক্ত করে গ্রেফতার এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড নেয়া প্রয়োজন।

ইয়াছিন মোহাম্মদ আ: সামাদ তালুকদারের পক্ষে তার আইনজীবী বলেন, গত ৩ বছর পর্যন্ত পুলিশ তাকে গোপন রাখে। তার মায়ের উচ্চ আদালতে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। আসামি ঘটনার সাথে জড়িত নয়। আমি তার জামিনের প্রার্থনা করছি।

তেহজীব করিমের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের এক দিন করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিমের এসআই মনিরুল ইসলাম মৃধা মামলাটি দায়ের করেন। মামলায় লেকহেড গ্রামার স্কুলের রিজওয়ান হারুন, এমডি খালেদ হাসান মতিনসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে স্কুলে শিক্ষা প্রদানের আড়ালে নিষিদ্ধ সত্তা (উগ্রবাদী সংগঠন) সমর্থন, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং সন্ত্রাসী কাজ সংগঠনে সাহায্য ও সহায়তার অভিযোগ করা হয়।


আরো সংবাদ



premium cement