২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ল নেপাল, সতর্ক সংকেত বাংলাদেশের জন্যও

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়েছে নেপাল - ছবি : সংগৃহীত

ইতিহাস গড়লো নেপাল। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। ক্যারিবীয়দের দেয়া দুই শতাধিক রানের বিশাল লক্ষ্য পাড়ি দিয়েছে অনায়াসে। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রোহিত পুড়েল। শতক হাঁকিয়েছেন তিনি।

৫ ম্যাচের এক টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শনিবার স্বাগতিক নেপালের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। বেশ তারকাখচিত দল হলেও ক্যারিবীয়রা নেপাল সফরে এসেছে এ দলের বেশে। যেখানে আছেন বিশ্ব ক্রিকেটের বহু পরিচিত মুখ।

তবে দুই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের দর্প চুর্ণ করে ঘরের মাঠে ৪ উইকেটের জয় তুলে নেয় নেপাল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল।

কীর্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জনসন চার্লসের (০) উইকেট হারায় ক্যারিবীয়রা। ভালো করতে পারেননি আন্দ্রে ফ্লেচারও, আউট হন ১৩ রানে। তবে অ্যলিক আথানেজের ২৫ বলে ৪৭ রানে মান বাঁচায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর অধিনায়ক রোস্টন চেজের ৪৬ বলে ৭৪ আর ক্যাসি কার্থির ২৬ বলে ৩৮ রানে দুই শ’ পাড়ি দেয় ক্যারিবীয়রা।

লক্ষ্য তাড়ায় নেমে জমেনি নেপালের উদ্বোধনী জুটি। তবে তিন নম্বরে নামা রোহিত ছিলেন শুরু থেকেই সাবলীল। অন্য পাশে একটু-আধটু সঙ্গ পেয়ে একাই জিতিয়ে আনেন দলকে। ৫৪ বলে ১০ চার ৬ ছক্কায় সাজান ১১২ রানের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে দীপেন্দ্র সিংয়ের ব্যাট থেকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন ম্যাথু ফোর্ড ও ওবেড ম্যাকওয়ে। একটি শিকার করেন পেসার কিমো পলের।

এই জয় বাংলাদেশের জন্যও সতর্ক সংকেত বটে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপেই পড়েছে নেপাল। সেখানে অঘটনের বার্তাও দিয়ে রাখলো হিমালয়ের দেশটি।


আরো সংবাদ



premium cement
কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড রাইসিকে হত্যার অভিযোগ, যা বলছে ইসরাইল নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের ৩ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশী নারীকে ২ বছর পর ফেরত আগৈলঝাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু এক হাতে ত্রাণ, আরেক হাতে বোমা : আন্তর্জাতিক সম্প্রদায়কে যা বললেন শাইখুল আজহার গাজায় ইসরাইলি বাহিনী সর্বাত্মক যুদ্ধ করছে : ইসরাইলি কমান্ডার শূন্যের মধ্যে আর্থিক খাত, যেকোনো সময় ক্র্যাশল্যান্ডিং হতে পারে : রিজভী যশোরে এমপি নাবিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ

সকল