০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বাঘের মতো খেলার আহ্বান সাকিবের, জানালেন রনি

সাকিব আল হাসান ও রনি তালুকদার। - ছবি : সংগৃহীত

নতুন রূপের এই বাংলাদেশকে দেখে অনেকেই হয়তো গেছেন চমকে। কিছুদিন আগেও টি-টোয়েন্টি ক্রিকেটে ধুঁকতে থাকা দলটা হঠাৎ যেন বদলে গেছে খোলনলচে। আধুনিক ক্রিকেটের সাথে তাল মেলাতে না পারা দলটা এখন প্রথম বল থেকেই চড়াও হচ্ছে প্রতিপক্ষের ওপরে! হয়ে উঠেছে নির্ভয়-নির্দয়। সব কিছু যেন বদলে গেছে এক জাদুর পরশে৷ যেই জাদুর জাদুকরের নাম সাকিব আল হাসান।

যেই ‘নতুন শুরু’ দেখতে হন্য হয়েছিল সবে, সেই নতুন শুরুর দেখাই যেন মিলছে সাম্প্রতিককালে। ফলে প্রশ্ন উঠেছে, কিভাবে এত বদলে গেল বাংলাদেশ, কোথায় পেল এত সাহস? কি রহস্য এমন পরিবর্তনের? উত্তরটা জানালে রনি তালুকদার। বললেন, সাহসী ক্রিকেট খেলার নেপথ্যের মানুষটা সাকিব আল হাসান। দলের প্রতি যার বার্তা, ‘বাঘের মতো খেলা।’

আধুনিক ক্রিকেটের গড়পড়তা বাংলাদেশের হঠাৎ আগ্রাসী হয়ে উঠার কারণ জানাতে গিয়ে রনি বলেন, ‘সাকিব ভাই কিংবদন্তি। একসাথে আবাহনীতে খেলেছি প্রায় এক যুগ আগে। তখনো একই ইনটেন্ট, একই মনমানসিকতা ছিল ওনার ভেতরে। সবসময় ইতিবাচক থাকেন, ডমিনেট করার চেষ্টা করেন। সেটাই দলের মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন এই বলে যে, ’আমরা খেলব, বাঘের মতো খেলব। আমরা ডমিনেট করার চেষ্টা করব।’

‘ভয়ডর নয়, আমরা সবসময় ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামব। কখনো অব্যর্থ হব, আবার সফল হব। তবে যদি এই জিনিসটা ধরে রাখতে পারি, এটা ধারণ করে চললে আমাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে।’ অতঃপর রনি বলেন, যদি এক ধাঁচে খেলতে পারি, ভবিষ্যতে কাজে দেবে। আমরা যে জিনিসটা বুস্ট আপ করতে চাচ্ছি, তা হলো আগ্রাসী খেলার একটা প্রবণতা যেন ক্রিকেটারদের মধ্যে থাকে।’

তবে সময় আর সব প্রতিপক্ষের বিপক্ষেই এক ধরনের পরিকল্পনা নয়, তাও স্পষ্ট করেছেন রনি। তবে সেই পরিকল্পনা সিরিজ অনুযায়ী নয়, ম্যাচ বাই ম্যাচ বলে জানান তিনি। রনি বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা আছে। সেটাই মাঠে দেখানোর চেষ্টা করি। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনাটা করি। ইংল্যান্ডের বিপক্ষে কেমন খেলব, আয়ারর‍্যান্ডের বিপক্ষে কেমন খেলব এমন নয়।’


আরো সংবাদ



premium cement