১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


শুরুর বিপর্যয় কাটিয়ে তামিম-সাকিবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ক্রিজে আছেন দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। - ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিরপুরে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৩২৬ রান করেছে ইংল্যান্ড। বড় টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে বিদায় নেন ওয়ানডাউনে নামা মুশফিকও। দ্রুত তিন উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করছেন সাকিব ও তামিম। ১৩ ওভার ৩ বলে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান।

এদিন বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই স্যাম কারানের করা চতুর্থ বলে রয়ের হাতে ক্যাচ দিয়ে প্রথমে ফেরেন লিটন। গোল্ডেন ডাক মেরে আউট হন তিনি। পরের বলে উইকেটের পেছনে বাটলারের গ্লাভসে বন্দি শান্ত। তিনিও মারেন গোল্ডেন ডাক। তামিমের সাথে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন মুশফিকুর রহীম। তবে টিকতে পারেননি তিনিও।

তৃতীয় ওভারে তিনি স্যাম কারানের শিকার। উইকেটের পেছনে ক্যাচ দেন বাটলারের হাতে। ইংলিশদের জোরাল আবেদনে প্রথমে আউট দেননি আম্পায়ার। তারা রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায় মুশফিকের ব্যাটের বাইরের কানায় লেগেই বল জমে বাটলারের গ্লাভসে। স্রেফ ৪ রান করে ড্রেসিং রুমে ফেরেন মুশফিক। ক্রিজে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন তামিম ও সাকিব।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে জয়ের জন্য ৩২৭ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের হয়ে আজ অনবদ্য এক শতক হাঁকিয়েছেন জেসন রয়, তাছাড়া ইংলিশ অধিনায়ক জশ বাটলারের ব্যাটেও আসে ৭৬ রান। দুজনের গড়ে তোলা ১০৯ রানের জুটিতে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ইংল্যান্ড।


আরো সংবাদ



premium cement
তামিমের দ্বিতীয় ফিফটি, বড় সংগ্রহের ভিত গড়ছে বাংলাদেশ বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বম উজিরপুরে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল তামিমের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত শুরু নাটোরে এক প্রার্থীর সমর্থককে মারপিট করায় অপর প্রার্থী গ্রেফতার বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরে নিউজিল্যান্ডের ওপেনার কক্সবাজারে ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় : গয়েশ্বর চন্দ্র রায় দস্যুর দখলে লক্ষ্মীপুরের দ্বীপ চর মেঘা, বিপাকে দেড়শতাধিক কৃষক রেলপথ উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর করল চার দেশ

সকল