২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪০

- ছবি - সংগৃহীত

লিটন দাসের উইকেট হারিয়ে প্লেতে ৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে আগে ব্যাট করতে নামে টাইগাররা। সৌম্য সরকার দলে ফিরলেও অপরিবর্তিত থাকে ওপেনিং জুটি। তবে শুরুতে নেমেও আগের ম্যাচের মতো বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস। আজ ফিরেছেন ৮ বলে মাত্র ১০ রান করে। দলীয় ৩ ওভারেই ২১ রানে ভেঙেছে উদ্বোধনী জুটি।

ওপেনিং ঠিক থাকলেও ওয়ান ডাউনে এসেছে পরিবর্তন। আজ সাকিব আল হাসান নয়, ওয়ানডাউনে ব্যাট করতে আসেন সৌম্য সরকার। নাজমুল হোসেন শান্তের সাথে ১৯ রানের জুটিতে পাওয়ার প্লেতে সংগ্রহ করে ৪০ রান।

নাজমুল হোসেন শান্ত ১৯ বল থেকে ২০ এবং সৌম্য সরকার ৮ বল থেকে ৮ রানে অপরাজিত আছেন।

তবে বাংলাদেশের বড় চিন্তার বিষয় ডট বল। পাওয়ার প্লেতে ৩৬ বলের ১৮টা ডট দিয়েছে।

এর আগে অ্যাডিলেড ওভালে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

আগের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় অলৌকিকভাবে সেমিফাইনাল স্বপ্ন বেঁচে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। অঘটনের শিকার হয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে বিদায় নেয়ায়, বাংলাদেশ-পাকিস্তান দুই দলের মধ্যকার জয়ী দল চলে যাবে স্বপ্নের সেমিফাইনালে।

আজকের ম্যাচে তিনটি পরিবর্তন হয়েছে বাংলাদেশের একাদশে। বাদ পড়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি। দলে এসেছেন নাসুম আহমেদ, এবাদত হোসেন ও সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল শান্ত, এবাদত হোসেন, সৌম্য সরকার, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।


আরো সংবাদ



premium cement