২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শোয়েবের দ্রুততম ডেলিভারির রেকর্ড ভাঙবে উমরান : পারভেজ রসুল

- ছবি : সংগৃহীত

শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারির রেকর্ড ভেঙে দেবেন উমরান মালিক। ভারতের হয়ে খেলা জম্মু-কাশ্মীরের পারভেজ রসুল এমন ভবিষ্যদ্বাণী করেছেন।

এবারের আইপিএলে বল হাতে প্রতি ম্যাচেই আগুন জ্বালাচ্ছেন উমরান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার বেগে বল করেছেন তিনি।

ওই আগুনে বোলিংয়ের পরে পারভেজ রসুল মনে করেন, শোয়েবের দ্রুততম ডেলিভারির রেকর্ড এক দিন ছুঁয়ে ফেলবেন উমরান মালিক।

২০০৩ সালের বিশ্বকাপে শোয়েব আখতার দ্রুততম ডেলিভারিটি করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে ঘণ্টায় ১৬১ দশমিক তিন কিলোমিটার বেগে বল করেছিলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। শোয়েব আখতার ছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের ত্রাস। তার দ্রুত গতির ডেলিভারির মোকাবেলা করা কঠিন হয়েছিল ব্যাটারদের কাছে। ইডেন টেস্টে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের স্টাম্প ছিটকে দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন এই পেসার।

শোয়েবের মতোই গতিশীল বোলিং করেন উমরান। যদিও এখনো তিনি জাতীয় দলের হয়ে খেলেননি। কিন্তু আইপিএলে ইতোমধ্যেই ২১টি উইকেট নিয়েছেন উমরান।

সানরাইজার্স হায়দরাবাদের এই দ্রুতগতির বোলারের এমন পারফরম্যান্সের পরেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, উপত্যকার এই স্পিড স্টারের জাতীয় দলে জায়গা পাওয়া উচিত।

রসুল বলেন, উমরান মালিক আইপিএলে যেভাবে বোলিং করছে তাতে খুব শিগগির শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারির রেকর্ড ভেঙে দেবে। উমরান দুর্দান্ত এক ট্যালেন্ট। আইপিএলে বেশ ভাল খেলছেন উমরান। আর এটাই ভারতীয় ক্রিকেটের জন্য ভালো দিক। তরুণ প্রতিভা উঠে আসছে এবং তারা ভালো পারফরম্যান্স তুলে ধরছেন।

যার রেকর্ড ভাঙার কথা বলা হচ্ছে, সেই শোয়েব আখতারও কিন্তু প্রশংসা করেছেন উমরানের। এবারের আইপিএল পরিচিতি দিয়ে গেল উমরান মালিককে।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল