০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া

পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া - ছবি : এএফপি

সাড়ে তিন বছর পর ওয়ানডে খেলার সুযোগটা দুই হাতে কাজে লাগালেন ট্রাভিস হেড। প্রথমে ব্যাট হাতে উপহার দিলেন ঝড়ো সেঞ্চুরি। পরে বোলিংয়েও ছড়ালেন আলো। ইমাম-উল-হক দারুণ সেঞ্চুরিতে জবাব দিলেন বটে, কিন্তু যথেষ্ট হলো না তার লড়াই। পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

দুই যুগ পর পাকিস্তান সফরে এসে টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটাও অস্ট্রেলিয়ার হলো দুর্দান্ত। লাহোরে মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে অ্যারন ফিঞ্চের দল জিতল ৮৮ রানে। ৩১৪ রানের লক্ষ্য তাড়ায় ২২৫ রানে অলআউট স্বাগতিকরা।

পাকিস্তানের বিপক্ষে এই নিয়ে টানা ১০টি ওয়ানডে জিতল অস্ট্রেলিয়া। ২০১২ সালের মাঝামাঝি থেকে দুই দলের সবশেষ ১৭ বারের দেখায় অস্ট্রেলিয়ার জয় ১৬টি! মাঝে ২০১৭ সালে মেলবোর্নে একটি ম্যাচ জিতেছিল পাকিস্তান।


আরো সংবাদ



premium cement