২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুর্নীতির দায়ে অভিযুক্ত স্যামুয়েলস

- ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন আইনের চারটি নিয়ম লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার মারলন স্যামুয়েলস। এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

২০০৯ সালে টি-টেন টুর্নামেন্টে কর্নাটক টাস্কার্সের স্কোয়াডে ছিলেন স্যামুয়েলস। কোনো ম্যাচ না খেলেই অভিযুক্ত হলেন তিনি। আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

স্যামুয়েলসের বিপক্ষে ধারা ভঙের চারটি অভিযোগ আনা হয়েছে। প্রথমটি হলো- ক্রিকেটকে কলঙ্কিত করতে পারে এমন কারো কাছ থেকে উপহার পাওয়া, অর্থ, সুবিধাপ্রাপ্তির কথা দুর্নীতিবিরোধী কর্মকর্তার কাছে প্রকাশ না করা। দ্বিতীয়টি- ৭৫০ ডলার বা তার বেশি মূল্যের আতিথেয়তা বিষয়টি লুকানো। তৃতীয়টি- দুর্নীতিবিরোধী কর্মকর্তার তদন্তে সহায়তা না করা। চতুর্থটি- তদন্তের জন্য তথ্য গোপন করে দুর্নীতিবিরোধী কর্মকর্তার তদন্তে বাধা বা বিলম্বিত করা।

আচরণ বিধি ভঙের ২.৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জুয়াড়িদের কাছে থেকে ৭৫০ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি অর্থ নিয়েছেন স্যামুয়েলস। এই অভিযোগের বিপক্ষে আবেদনের জন্য স্যামুয়েলসকে ১৪ দিনের সময় দেয়া হয়েছে।

২০০৮ সালে আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ করে দু’বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্যামুয়েলস। ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন স্যামুয়েলস। ওই দুই বিশ্বকাপেরই ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি টেস্টে ৩৯১৭ রান, ২০৭টি ওয়ানডেতে ৫৬০৬ রান ও ৬৭টি টি-টোয়েন্টিতে ১৬১১ রান করেছেন স্যামুয়েলস। তিন ফরম্যাটে বল হাতে ১৫২ উইকেট নিয়েছেন তিনি। গেল বছর পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন স্যামুয়েলস।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল