২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কাল জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ দল

কাল জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ দল -

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে কাল থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তার আগে করোনা পরীক্ষা দিতে হবে খেলোয়াড়দের। যা ইতোমধ্যে আজ থেকে শুরু হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিসৎক দেবাশিষ চৌধুরি জানান, গতকাল থেকে ক্রিকেটার, কোচ ও সাপোটিং স্টাফদের করোনা পরীক্ষা শুরু হয়। আগামীকাল আবারো করোনার পরীক্ষার জন্য নমুনা নেয়া হবে।

তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে অংশ নেয়া ২০ জন ক্রিকেটার ঢাকায় ছিলো না। সবাইও ছিলো না। কেউ কেউ পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানীর বাইরে বিভাগীয় শহরের বাইরে বিভিন্ন জেলায় গেছেন।’

দেবাশিষ আরো বলেন, ‘কিছু খেলোয়াড় অবশ্য ঢাকায় রয়েছেন। আমরা দু’টি কোভিড পরীক্ষা অংশে নিচ্ছি। শনিবার যারা ঢাকায় ছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। আর ঈদের ছুটিতে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তাদের কোভিড পরীক্ষা আজ হয়েছে। সোমবার যারা ঢাকায় আছেন এবং যারা বাইরে থেকে ঈদের পর এসেছেন তাদের আবার পরীক্ষা করা হবে। পরীক্ষায় নেগেটিভরা সরাসরি হোটেলের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করবে।’

ওয়ানডে সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় পা রাখে শ্রীলঙ্কা দল। হোটেলে পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে তারা।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জামিন নামঞ্জুর, কারাগার যুবদল সভাপতি সালাউদ্দিন টুকু তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক

সকল