২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইনিংস ব্যবধানে জয়ের পথে পাকিস্তান

ইনিংস ব্যবধানে জয়ের পথে পাকিস্তান - ছবি : সংগৃহীত

হারারেতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে ইনিংস ব্যবধানে জয়ের পথে রয়েছে সফরকারী পাকিস্তান। জয়ের জন্য পাকিস্তানের দরকার মাত্র এক উইকেট। সেখানে ইনিংস ব্যবধানে হার এড়াতেই জিম্বাবুয়ের দরকার ১৫৮ রান। টেস্টের বাকি এখনো দুই দিন।

প্রথম ইনিংসে আবিদ আলীর ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫১০ রান করে পাকিস্তান, ডিক্লিয়ার। জবাবে হাসান আলীর তোপে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

ফলোঅনে পড়ে আবার ব্যাট করতে নেমে রোববার ম্যাচের তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২০ রান।

রোববার ম্যাচের তৃতীয় দিনে জিম্বাবুয়ে হারায় মোট ১৫টি উইকেট। আগের দিনের ৪ উইকেটে ৫২ রান নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। হাসান আলীর পেস তোপে দ্রুত গুটিয়ে যায় দলটি। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন চাকাভা। পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট নেন হাসান আলী।

দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষের দিকে চাপে পড়ে দলটি। শাহিন শাহ আফ্রিদির পেস তোপের সাথে নোমান আলীর স্পিন ঝলকে শেষ ৫০ রানে জিম্বাবুয়ে হারায় ৬টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন রেগিস চাকাভা। অধিনায়ক ব্রেন্ডন টেলর এক রানের জন্য পাননি ফিফটি (৪৯)। ওপেনার কাসুজা ২২, শুম্বা ১৬ রান করেন। তৃতীয় দিন শেষে লুক জংউই ৩১ রানে অপরাজিত আছেন। তার সাথে শেষ উইকেটে অপর অপরাজিত ব্যাটসম্যান পেসার মুজারাবানি। ১২ বল খেলে তিনি এখনো রানের খাতা খুলতে পারেননি।

বল হাতে পাকিস্তানের হয়ে স্পিনার নোমান আলী নেন পাঁচটি উইকেট। বাকি চার উইকেট নেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

প্রথম টেস্টে ইনিংস ও ১১৬ রানে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় টেস্ট জিতলে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতবে বাবর আজমের দল।


আরো সংবাদ



premium cement