১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ব্যাটসম্যান এখন ব্যাটার

ব্যাটসম্যান এখন ব্যাটার - ছবি : সংগৃহীত

সমস্যাটা হচ্ছিল বেশকিছুদিন ধরে। পুরুষ ক্রিকেটে যারা ব্যাট করতে নামছেন, তাদের বলা হচ্ছে ব্যাটসম্যান। কিন্তু নারী ক্রিকেটে বলা হচ্ছে না, ব্যাটসউইম্যান বা অন্য কিছু। কিছু কিছু পোর্টাল মাঝে মধ্যে নারীদের উল্লেখ করেছে ব্যাটার হিসেবে।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। অনেক পোর্টালই অনুসরণ করে এদেরকে। এবার সেই ক্রিকইনফো লিঙ্গ সমতার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ‘ব্যাটসম্যান’ শব্দের পরিবর্তে ‘ব্যাটার’ শব্দটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার সংবাদমাধ্যমটির এডিটর ইন চিফ সাম্বিত বাল এক নিবন্ধে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে তারা ‘ব্যাটসম্যান’ শব্দের বদলে ‘ব্যাটার’ ব্যবহার করবেন। আর সেটা পুরুষ-নারী সব ক্রিকেটেই।

ক্রিকেটের আরো কিছু শব্দের ব্যবহারে সতর্ক হচ্ছে ক্রিকইনফো। চায়নাম্যান শব্দটির পরিবর্তে ক্রিকইনফো লিখবে ‘লেফট-আর্ম রিস্ট স্পিন’। ‘ম্যানক্যাডিং' আউটকে বলা হবে ‘রান-আউট ব্যাকিং আপ’।

আগে লেখা হতো ম্যান অব দি ম্যাচ। ক্রিকইনফো বেশকিছুদিন ধরে লিখে আসছে, প্লেয়ার অব দি ম্যাচ।


আরো সংবাদ



premium cement