১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

৯ এপ্রিল শুরু আইপিএল, নেই কোনো হোম ম্যাচ

৯ এপ্রিল শুরু আইপিএল, নেই কোনো হোম ম্যাচ - ছবি : সংগৃহীত

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনার কারণে গত আসর হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার আইপিএল ফিরছে ভারতেই। তবে এবার নেই কোনো ‘হোম’ ম্যাচ। সব দলকে খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।

আইপিএলের ১৪তম আসরের ব্যপ্তি ৫২ দিন। ৮ দলের টুর্নামেন্টে মোট ম্যাচ ৬০টি। ফাইনাল ৩০ মে। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে চেন্নাইয়ে শুরু হবে আসর।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবদের প্রথম ম্যাচ চেন্নাইয়ে ১১ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। যদিও মোস্তাফিজ জানিয়ে দিয়েছেন, এবারের আইপিএল তিনি খেলবেন না।

ভারতের ছয়টি শহরে হবে আইপিএলের খেলা। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, দিল্লি ও কলকাতা। প্লে অফের তিন ম্যাচ ও ফাইনাল হবে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।


আরো সংবাদ



premium cement