০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তানে বসে ভারতের চরম দুর্নাম স্টেইনের!

ডেল স্টেইন - ছবি : সংগৃহীত

ভারতের ঘরোয়া ক্রিকেট লিগের (আইপিএল) নামে দুর্নাম করলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন তিনি। তার অভিযোগ, আইপিএলে যোগ্যদের সম্মান দেয়া হয় না। কারণ অর্থের পিছনে ছুটে আসল ক্রিকেটটাই হারিয়ে যায়!

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে প্রোটিয়াজ সুপারস্টার বলে দিয়েছেন, ‘আমি আইপিএলের সময়ে কিছু সময় ক্রিকেটের বাইরে কাটাতে চেয়েছিলাম। আমার মনে হয় আইপিএল বাদে বাকি লিগগুলোয় খেলে একটু বেশিই সম্মান পাওয়া যায়।’

আইপিএলে থেকেই আগেই নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সেই কথারই যুক্তি দিয়ে তার আরো সংযোজন, ‘আইপিএলের এত বড় বড় স্কোয়াড, এত বড় নাম। অর্থের জন্য এত হাঁকপাকানি। ক্রিকেটাররা যে পরিমাণ অর্থ উপার্জন করে, সেখানে কোথাও মনে হয় আসল ক্রিকেটটাই হারিয়ে যায়।’

এর আগে আইপিএলে ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট লায়ন্স, আরসিবির জার্সিতে খেলেছেন স্টেইন। সম্প্রতি তিনি আইপিএল খেলা থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। পাকিস্তানে বর্তমানে তিনি খেলছেন সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স দলে।

আইপিএলের সাথে বাকি লিগগুলোর পার্থক্য কোথায়- সেকথা ব্যাখ্যা করতে গিয়েই স্টেইন জানিয়েছেন, ‘পিএসএল হোক বা শ্রীলঙ্কান ক্রিকেট লিগে গুরুত্ব সবসময়েই দেয়া হয় ক্রিকেটের ওপর। এখানে কিছুদিন আগেই এসেছি। আমার রুমের সামনে যারা রয়েছে তারা জানতে চান, আমি আগে কোথায় খেলেছি, কী করেছি! কিন্তু আইপিএল এলেই এসব প্রশ্ন ভুলে যাওয়া হয়। একটাই প্রশ্ন দাঁড়ায়- কত টাকা উপার্জন করছি!’

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে স্টেইন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে মাত্র তিনটি ম্যাচে খেলেছিলেন। ১৩৩ গড় এবং ১১.৪০ স্ট্রাইক রেটে মাত্র একটি উইকেট দখল করেছিলেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
আনোয়ারায় ২ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক লজ্জা এড়ালো জিম্বাবুয়ে গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : সাময়িক বরখাস্ত ৩, ঘটনা তদন্তে ৩ কমিটি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন ঘিওরে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জিম্বাবুয়েকে লজ্জার রেকর্ডের দিকে ঠেলে দিচ্ছে টাইগাররা জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন : ফারুক আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি বাড়ি পুড়ে ছাই গৌরনদীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ রক্তাক্ত জখম ৫ টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালি সূর্য শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ

সকল