২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ম্যাথুসের পর ডিকভেলা-পেরেরা চমক

ম্যাথুসের পর ডিকভেলা-পেরেরা চমক - ছবি : সংগৃহীত

গলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাথুসের সেঞ্চুরির পর ডিকভেলা ও পেরেরা ফিফটিতে ৩৮১ রান সংগ্রহ করেছে লঙ্কান বাহিনী।

শুক্রবার প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ২২৯ রান। ১০৭ রানে অ্যাঞ্জোলো ম্যাথুস ও ১৯ রানে নিরোশান ডিকভেলা ছিলেন অপরাজিত। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে ম্যাথুস নিজের ইনিংস আর বড় করতে পারেননি। তবে ডিকভেলা দেখিয়েছেন চমক। সাথে ছিলেন দিলরুয়ান পেরেরা।

দ্বিতীয় দিনে নিজের স্কোরে মাত্র তিন রান যোগ করতে পারেন অলরাউন্ডার ম্যাথুস। ব্যক্তিগত ১১০ রানে তিনি অ্যান্ডারসনের শিকার। ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে বাটলারের গ্লাভসে। ২৩৮ বলের ইনিংসে ম্যাথুস হাঁকান ১১টি চার। নেই কোন ছক্কা। ম্যাথুসের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফেরেন রমেশ মেন্ডিজ। সাত বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি।

এরপর অবশ্য দলকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান ডিকভেলা ও পেরেরা জুটি। সপ্তম এই উইকেট জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৮৯ রান। দলীয় ৩৩২ রানের মাথায় ছন্দপতন। সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারেননি ডিকভেলা। ব্যক্তিগত ৯২ রানের মাথায় তাকে ফেরান দারুণ ফর্মে থাকা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ১৪৪ বলের ইনিংসে ডিকভেলা হাকান ১০টি চার।

এরপর মার্ক উড ও জেমস অ্যান্ডারসন দ্রুত উইকেট নিতে থাকলেও উইকেটে দৃঢ়তার পরিচয় দেন দিলরুয়ান পেরেরা। ১৭০ বলে তিনি শেষ পর্যন্ত আউট হন ৬৭ রানে। কুরানের বলে তিনি ক্যাচ তুলে দেন লিচের হাতে। পেরেরার আউটের মধ্য দিয়েই ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার। আটটি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকান পেরেরা।

বল হাতে ইংলিশদের হয়ে আগুন ঝড়ান পেসার অ্যান্ডারসন। তিনি তুলে নেন ছয়টি উইকেট। মার্ক উড তিনটি ও স্যাম কুরান নেন একটি উইকেট। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরুটা বাজেই হয়েছে ইংল্যান্ডের। ৯ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে দলটি। লাসিথের বলেই সাজঘরে ফিরেছেন জ্যাক ক্রলি (৫) ও ডম সিবলি (০)।


আরো সংবাদ



premium cement
দেশের জন্য কাজ করতে আ’লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার

সকল