২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ম্যাথুসের পর ডিকভেলা-পেরেরা চমক

ম্যাথুসের পর ডিকভেলা-পেরেরা চমক - ছবি : সংগৃহীত

গলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাথুসের সেঞ্চুরির পর ডিকভেলা ও পেরেরা ফিফটিতে ৩৮১ রান সংগ্রহ করেছে লঙ্কান বাহিনী।

শুক্রবার প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ২২৯ রান। ১০৭ রানে অ্যাঞ্জোলো ম্যাথুস ও ১৯ রানে নিরোশান ডিকভেলা ছিলেন অপরাজিত। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে ম্যাথুস নিজের ইনিংস আর বড় করতে পারেননি। তবে ডিকভেলা দেখিয়েছেন চমক। সাথে ছিলেন দিলরুয়ান পেরেরা।

দ্বিতীয় দিনে নিজের স্কোরে মাত্র তিন রান যোগ করতে পারেন অলরাউন্ডার ম্যাথুস। ব্যক্তিগত ১১০ রানে তিনি অ্যান্ডারসনের শিকার। ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে বাটলারের গ্লাভসে। ২৩৮ বলের ইনিংসে ম্যাথুস হাঁকান ১১টি চার। নেই কোন ছক্কা। ম্যাথুসের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফেরেন রমেশ মেন্ডিজ। সাত বল খেলেও তিনি রানের খাতা খুলতে পারেননি।

এরপর অবশ্য দলকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যান ডিকভেলা ও পেরেরা জুটি। সপ্তম এই উইকেট জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৮৯ রান। দলীয় ৩৩২ রানের মাথায় ছন্দপতন। সেঞ্চুরির খুব কাছে গিয়েও পারেননি ডিকভেলা। ব্যক্তিগত ৯২ রানের মাথায় তাকে ফেরান দারুণ ফর্মে থাকা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ১৪৪ বলের ইনিংসে ডিকভেলা হাকান ১০টি চার।

এরপর মার্ক উড ও জেমস অ্যান্ডারসন দ্রুত উইকেট নিতে থাকলেও উইকেটে দৃঢ়তার পরিচয় দেন দিলরুয়ান পেরেরা। ১৭০ বলে তিনি শেষ পর্যন্ত আউট হন ৬৭ রানে। কুরানের বলে তিনি ক্যাচ তুলে দেন লিচের হাতে। পেরেরার আউটের মধ্য দিয়েই ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার। আটটি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকান পেরেরা।

বল হাতে ইংলিশদের হয়ে আগুন ঝড়ান পেসার অ্যান্ডারসন। তিনি তুলে নেন ছয়টি উইকেট। মার্ক উড তিনটি ও স্যাম কুরান নেন একটি উইকেট। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরুটা বাজেই হয়েছে ইংল্যান্ডের। ৯ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়েছে দলটি। লাসিথের বলেই সাজঘরে ফিরেছেন জ্যাক ক্রলি (৫) ও ডম সিবলি (০)।


আরো সংবাদ



premium cement
পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার

সকল