০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


সেঞ্চুরি থেকে তিন রান দূরে উইলিয়ামসন

কেন উইলিয়ামসন করছেন দুর্দান্ত ব্যাটিং। সেঞ্চুরি থেকে তিন রান দূরে তিনি - ছবি : এএফপি

বৃহস্পতিবার থেকে মাঠে গড়িয়েছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। হ্যামিল্টনে প্রথম দিনটা নিউজিল্যান্ডরই। দিন শেষে স্বাগতিকরা করেছে ২ উইকেটে ২৪৩ রান। অধিনায়ক কেন উইলিয়ামসন করছেন দুর্দান্ত ব্যাটিং। সেঞ্চুরি থেকে তিন রান দূরে আছেন কিইউ অধিনায়ক।

অপরাজিত তিনি ৯৭ রানে। বল খেলেছেন ২১৯টি। আদর্শ টেস্ট ক্রিকেট বলতে যা বুঝায়, তা হ্যামিল্টনে দেখাচ্ছেন উইলিয়ামসন। কোন ছক্কার রিস্ক নেননি। তবে হাঁকিয়েছেন ১৬টি ক্লাসিক্যাল চার।

সেডন পার্কে বৃষ্টির জন্য খেলা শুরু হয় দেরিতে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। চতুর্থ ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের বলে এলবিডব্লিউ হয়ে যান অভিষিক্ত উইল ইয়াং। মাটি কামড়ে পড়েছিলেন ল্যাথাম। ছেড়ে গেছেন বলের পর বল। তবে ক্যারিবিয়ানরা লাইন, লেংথে ভুল করলেই তুলে নিয়েছেন ফায়দা। বাউন্ডারিতে বাড়িয়েছেন রান। উইলিয়ামসনও যথারীতি খেলেছেন আস্থার সঙ্গে।

১২৬ বলে আসে দ্বিতীয় উইকেট জুটির ফিফটি। উইলিয়ামসনের আগে ফিফটি করেন ল্যাথাম। ৩০৯ বলে জুটির রান দেড়শ ছাড়ানোর পর এগোতে পারেনি বেশিদূর। চমৎকার এক ডেলিভারিতে ল্যাথামকে বোল্ড করে ১৫৪ রানের জুটি ভাঙেন কেমার রোচ। ১৮৪ বলে খেলা স্বাগতিক ওপেনারের ৮৬ রানের ইনিংসে ১২ চারের পাশে একটি ছক্কা।

লাথামের বিদায়ের পর টেইলর ক্রিজে আসার পর বেড়েছে রানের গতি। উইলিয়ামসনও এগিয়ে যাচ্ছেন ২২তম টেস্ট সেঞ্চুরির দিকে। ৬১ বলে ৫ চারে ৩১ রানে অপরাজিত আছেন টেইলর।


আরো সংবাদ



premium cement