০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ড, সিরিজেও হারল ভারত

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ড, সিরিজেও হারল ভারত - ছবি সংগৃহীত

ভারতকে আবারো হারাল অস্ট্রেলিয়া। তা-ও আবার সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। আর এর মাধ্যমে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজও জিতে নিলো স্বাগতিক দল। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০-এ এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল।

টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৪ উইকেটে ৩৮৯ রান। জবাবে ভারত শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ৩৩৮ রান। ম্যান অব দি ম্যাচ হয়েছেন স্টিভেন স্মিথ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে রোববার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও রানের পাহাড়ের নিচে চাপা পড়ে ভারত। এ নিয়ে টানা দুই ম্যাচে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল অজিরা।

সর্বশেষ ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ৩৫৯ রান ছিল ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর। চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেই রেকর্ড ভেঙে ৬ উইকেটে ৩৭৪ রান তুলে নেয় অজিরা। তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৯ রান সংগ্রহ করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে স্বাগতিকরা।

এদিকে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৬২ বলে সেঞ্চুরি করা স্টিভেন স্মিথ দ্বিতীয় ম্যাচেও খেলেছেন বিধ্বংসী এক ইনিংস। এদিনও তিনি পৌঁছেছেন শতকের ঘরে, আবারো সেই ৬২ বলেই।

এছাড়া অস্টেলিয়ার ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে অর্ধশতকের মাইলফলক পার করেছেন অর্ডারের প্রথম পাঁচ অজি ব্যাটসম্যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত, জয়ের জন্য ৩৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৭০ রান।


আরো সংবাদ



premium cement
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

সকল