২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভিভোকে বাদ দিয়ে বিপদে আইপিএল

ভিভোকে বাদ দিয়ে বিপদে আইপিএল - ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের সঙ্গে সাময়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল চীনের মোবাইল প্রস্তুকারী সংস্থা ভিভো। আর সেটা সরকারিভাবে ঘোষণা করতে আটচল্লিশ ঘণ্টা সময় লেগে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের।

ওয়াকিবহাল মহলের ধারণা, ভিভোর আচমকা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিসিআইয়ের কাছে আর্থিক দিক থেকে নিঃসন্দেহে বড় ধাক্কা। কারণ ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু। হাতে খুব বেশি সময় নেই। একদিকে, সংযুক্ত আরব আমিরাতে ক্রোড়পতি লিগ আয়োজন করতে গিয়ে এমনিতেই নাজেহাল অবস্থা বোর্ড কর্তাদের। তার উপর খুঁজতে হবে নতুন টাইটেল স্পনসর। তাও আবার মাত্র এক বছরের জন্য। কারণ, সব কিছু ঠিক থাকলে ২০২১, ২০২২ আইপিএলের আসরে ভিভোই মূল স্পনসর হিসেবে ফিরে আসবে। তাই দীর্ঘমেয়াদি চুক্তির বুলি আওড়ে বড় মুনাফা অর্জনের পথ আপাতত বন্ধ বিসিসিআইয়ের সামনে। তাই আইপিএলের মূল স্পনসর প্রত্যাশিত অর্থে পাওয়া নিয়ে বেশ চিন্তায় বোর্ড কর্মকর্তারা।

আইপিএলের স্পনসরশিপ বাবদ প্রত্যেক মরশুমে বোর্ডকে ভিভো দেয় ৪৪০ কোটি রুপি। করোনা পরিস্থিতিতে কোনো সংস্থা এক বছরের জন্য আইপিএলের স্পনসর হতে চেয়ে ভারতীয় বোর্ডকে এই বিশাল পরিমাণ অর্থ দিতে রাজি হবে বলে মনে করছে না বিসিসিআই। নতুন টাইটেল স্পনসরের থেকে তাই অর্ধেক অর্থ পেলেই সন্তুষ্ট হবেন বোর্ড কর্মকর্তারা।

স্পনসরশিপের অর্থের ৫০ শতাংশ পায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বাকি অর্থ আটটি ফ্র্যাঞ্চাইজি ভাগ করে নেয়। তাই ভিভোর সরে দাঁড়ানো শুধু ভারতীয় বোর্ডকে নয়, ফ্র্যাঞ্চাইজিদেরও আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। এমনিতেই আইপিএল থেকে এবার রোজগার অনেক কম হবে বলেই মনে করছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি।

প্রথমত, টুর্নামেন্টের শুরুতে খেলা হবে দর্শকশূন্য মাঠে। তাই ভারতে আইপিএল হলে, হোম ম্যাচে টিকিট বিক্রি করে যে দেড়-দু’কোটি রুপি আয় হতো, তা এবার তারা পাবে না। প্রতিযোগিতার মাঝে বিভিন্ন দলের ক্রিকেটাররা স্পনসরদের প্রোমোশনাল অনুষ্ঠানে যোগ দিতেন। কিন্তু আইপিএল এবার হবে বিদেশে। তার উপর রয়েছে কড়া করোনা বিধি। তাই প্রোমোশনাল অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কম।

ফলে বিভিন্ন দলের স্পনসররা এবারের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে চাইছে। চার-পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অবস্থা খুবই খারাপ। এখন পর্যন্ত স্পনসরদের সঙ্গে তাদের চুক্তি হয়নি বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে করোনা পরবর্তী আইপিএল মোটেও সুষ্ঠুভাবে এগবে না বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
সূত্র : বর্তমান


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫

সকল