১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


ব্যাটিং নৈপুণ্যে ২য় দিন শেষে ভালো অবস্থানে টাইগাররা

৭৯ রান করে ক্রিজে আছেন মুমিনুল - ছবি: ইএসপিএন ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ। তিন উইকেটে ২৪০ রান করেছে স্বাগতিকরা। ফলে সফরকারীদের চেয়ে ২৫ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ৭৯ রান করে ক্রিজে আছেন তিনি। ১২০ বলে ৯ চারের মারে এ রান করেন তিনি। অপরপ্রান্তে আছেন উইকেটকিপার মুশফিকুর রহিম। ৬৮ বলে ৬ চারের মারে ৩২ রান করেছেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১৮ রানের মাথায় সাইফ হাসান নুয়াচির বলে চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এর আগে ১২ বলে ২ চারের মারে ৮ রান করেন। এরপর তামিম ইকবাল ও নাজমুল ইসলাম শান্তের জুটিতে ভালো সূচনা করে বাংলাদেশ। এ জুটিতে রান আসে ৭৮। দলীয় ৯৬ রানের মাথায় অর্ধশতক থেকে মাত্র ৯ রান দূরে থেকে বিদায় নেন তামিম। ট্রিপানোর গুড লেন্সের বলে কাট করতে গিয়ে ধরা পড়েন চাকাভার হাতে। ৮৯ বলে ৭ চারের মারে ৪১ রান করেন তিনি।

এক প্রান্ত আগলে রেখে মুমিনুলের সাথে ৭৬ রানের জুটি গড়েন শান্ত। তিশুমার বলে ৭১ রান করে আউট হন তিনি। ১৩৯ বলে ৭ চারের মারে এ রান করেন তিনি। দলীয় রান যখন ১৭৩ তখন ক্রিজে নামেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

দিন শেষে আর কোনো উইকেট না যাওয়ায় ৩ উইকেটে ২৪০ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। এদিন ৭১ ওভার ব্যাট করে বাংলাদেশ।

এর আগে জিম্বাবুয়ে প্রথম ইনিংসের ৬ ইউকেটে ২২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের মতো খেলতে নামে। দিনের শুরুতেই আগের দিনের ৯ রানে অপরাজিত থাকা ট্রিপানোকে তুলে নেন আবু জায়েদ রাহি। তারপরও সফরকারীরা বড় সংগ্রহের লক্ষ্য নিয়ে ব্যাট করতে থাকে। তবে তাদের সে লক্ষ্য পূরণ হতে দেয়নি স্বাতিক বোলাররা। ২৬৫ রানে সফরকারীদের অল আউট করে দেয় বাংলাদেশী বোলাররা।

আবু জায়েদ রাহি ও নাঈম হাসান ৪টি করে উইকেট নেন। তাইজুল ইসলাম নেন দুটি উইকেট।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে সান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা না দেয়ায় মানববন্ধন চট্টগ্রামে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নিহত ১ ম্যাঙ্গো ক্যালেন্ডারের দ্বিতীয় দিনেও রাজশাহীর বানেশ্বর হাট আমশূন্য ভালুকায় আইসক্রিম কারখানায় রান্নার সময় পাঁচকের মৃত্যু আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের কর্মপরিধি-সময়সীমা বাড়ছে সিদ্ধিরগঞ্জে চিহ্নিত হয়নি স্বপ্না হত্যার ঘাতক, স্বজনদের মানববন্ধন বান্দরবানে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ : নিহত ১, আহত ৭ বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার গাজা যুদ্ধ : বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলি মন্ত্রিসভা রূপপুরসহ ১০ প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি

সকল