২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কোহলির অদ্ভুত মুখের হাস্যকর ছবি ভাইরাল

- ছবি : সংগৃহীত

বিরাট কোহলি এই মুহূর্তে নিউজিল্যান্ডে। স্বাগতিকদের কাছে একদিনের সিরিজে হোয়াইটওয়াশের পর টেস্ট সিরিজ শুরুর আগে বেশ কিছুদিনের অবসর পেয়েছে ভারতীয় দল। অনুশীলনের পাশাপাশি ক্রিকেটাররা সকলেই নিজেদের মতো করে অবসরে সময় কাটাচ্ছেন। এর আগে ক্রিকেটাররা ঘোরার ছবি দিয়েছিলেন।

এবার বিরাট কোহলি যে ছবিটি পোস্ট করলেন তা দেখে রীতিমতো হতভম্ব সমর্থকরা। বিরাট কোহলি তার দুই সতীর্থ মোহাম্মদ শামি ও পৃথ্বী শ-র সঙ্গে অদ্ভুত মুখ করে ছবি তুললেন। সেই ছবি টুইটও করলেন। বিরাট কোহলি যদিও সব সময়ই সোশ্যাল মিডিয়ায় তার অ্যাকটিভিটির ছবি পোস্ট করতে থাকেন। বেশিরভাগ সময়ই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বেড়ানোর ছবি দিতে দেখা যায় তাকে। কখনও একান্ত মুহূর্তেরও। এবার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘ন্যায়া পোস্ট সু‌ন্দর দোস্ত।''

এই পোস্ট ফ্যানদের নজরে আসতেই তা নিয়ে নতুন নতুন মিম তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে।

বিরাটের পোস্টে এক ফ্যান লেখেন, ‘‘পরবর্তী মিমের জন্য'', আর একজন লেখেন, ‘‘মিম ওয়ালো, ওয়া পিক মিল গ্যায়া!''

ভারতের সামনে এখন রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২১ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট শুরু হবে ওয়েলিংটনের বাসিন রিজার্ভে।

এই সিরিজ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ভারত এখনো পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপের সব ক'টি টেস্টই জিতে নিয়েছে। এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে ভারত। পয়েন্ট টেবলেরও শীর্ষে রয়েছে ভারত। নিউজিল্যান্ড ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। পাঁচ ম্যাচে তারা মাত্র একটিই জিততে পেরেছে। এদিক থেকে দেখতে গেলে অসম লড়াই ম‌নে হলেও সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজে যেভাবে দাপট দেখিয়েছেন কিউইরা তাতে টেস্টে ঘুরে দাঁড়াতে পারে দল।

ভারত দাপটের সঙ্গেই নিউজিল্যান্ড সফর শুরু করেছিল। ৫-০তে টি২০ সিরিজ জিতে নিলেও একদিনের সিরিজে ৩-০ হেরে হোয়াইটওয়াশ হয় ভারত। এনডিটিভি।

ছবি দেখতে ক্লিক করুন এখানে।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী

সকল